সকাল ৮টা ৩০ মি, ১ জুলাই, বাংলাভিশন

দিন প্রতিদিন’-এর অতিথি

দীপু নাম্বার টু অরুণ সাহা

প্রযোজনা: খায়রুল বাবুই


মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস দীপু নাম্বার টু অবলম্বনে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন মোরশেদুল ইসলাম। দীপুর কথা নিশ্চয়ই মনে থাকার কথা। চলচ্চিত্রের নাম-ভূমিকায় অর্থাৎ দীপু চরিত্রে অভিনয় করেছিলেন অরুণ সাহা। পেয়েছিলেন শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯৬ সালে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল। এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় দুই দশক। এরপর কোনো চলচ্চিত্রে দেখা যায়নি দীপু অর্থাৎ অরুণকে। দীর্ঘ বিরতির পর আবার দেখা মিলল দীপুর। ফিরেছেন তিনি পেশাগত জীবনে প্রকৌশলী হয়ে, আর নেশায় সেই অভিনেতা এবং সঙ্গীতশিল্পী হয়ে! এসবই জানা যাবে বাংলাভিশনের নিয়মিত আয়োজন দিন প্রতিদিনে।

খায়রুল বাবুই-এর প্রযোজনায় ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাভিশনে সকাল ৮টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

১ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›