বিকাল ৪ টা ৪৫ মি, ঈদের ৫ম দিন, মাছরাঙা টিভি

অন্তরালের মানুষদের কথা নিয়ে ফেরদৌস

অতিথি: মাহফুজুর রহমান খান, ফারুক, আরমান ও ইমদাদুল হক খোকন
প্রযোজনা: জোবায়ের ইকবাল


বিনোদনের অন্যতম বড় মাধ্যম চলচ্চিত্র। সাধারণত পর্দার সামনের মানুষদের কথাই দর্শকরা জানেন। জনপ্রিয়তা কিংবা খ্যাতির দিক থেকেও তারা এগিয়ে থাকেন। কিন্তু একটি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে পর্দার শিল্পীদের বাইরে আরও অনেক মানুষের মেধা, শ্রম জড়িয়ে থাকে। সফল ও সুন্দর চলচ্চিত্রের জন্য তাদের অবদানও বিশেষ তাৎপর্য্যপূর্ণ। তবে সবসময়ই তারা পর্দার অন্তরালে থেকে যান। যার ফলে তাদের কথা দর্শকদের অজানাই রয়ে যায়। এমন কয়েকজন শিল্পীকে নিয়ে এবার মাছরাঙা টেলিভিশনের ঈদ আয়োজনে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘অন্তরালে’।


চিত্রনায়ক ফেরদৌসের উপস্থাপনায় এতে অতিথি হিসেবে থাকছেন চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, মেক-আপ শিল্পী ফারুক, অ্যাকশন ডিরেক্টর আরমান ও কোরিওগ্রাফার ইমদাদুল হক খোকন। জোবায়ের ইকবালের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের পঞ্চম দিন বিকাল ৪ টা ৪৫ মিনিটে।

সাতদিন/এমজেড

১৬ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›