দুপুর ১টা ৩০ মি, ২ জুলাই, চ্যানেল আই

সামিয়া জামান পরিচালিত চলচ্চিত্র

আকাশ কত দূরে


এক এতিম ছেলের জীবন সংগ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয় চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’র কাহিনী। সামিয়া জামান পরিচালিত ১২৩ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি। ইম্প্রেস টেলিফিল্ম প্রযোজিত চলচ্চিত্রটির কাহিনী লিখেছেন জুলফিকার রাসেল। এতে অভিনয় করেছেন অঙ্কন, রাজ্জাক, শর্মিলী, ফারিয়া, মোস্তফা প্রকাশ, মিশা সওদাগর ও অন্যান্য। বেলাল খান ও ইবরার টিপুর সংগীত পরিচালনায় এই চলচ্চিত্রের বিভিন্ন গানে কন্ঠ দিয়েছেন ইবরার টিপু, কণা, বেলাল খান, খেয়া ও প্রান্তি।


জন্মের পরপরই মাকে হারিয়ে গ্রামের এক শিশু সদনে লালিত পালিত হচ্ছিল বিচ্ছু নামের এক এতিম ছেলে। তার যখন ১০ বছর বয়স তখন এক এতিম খানায় পাঠিয়ে দেওয়া হয় বিচ্ছুকে। সেখানকার অতিমাত্রায় শাসনে অতিষ্ঠ হয়ে পালিয়ে ঢাকায় চলে আসে সে। সেখানে আশ্রয় পায় পরি নামের এক মেয়ের কাছে যে তাকে স্নেহ করে। কিন্তু এই পরি বিয়ের নামে প্রতারণা করে জীবীকা নির্বাহ করে। বিচ্ছুও অপরাধ জগতে জড়িয়ে পড়ে। একদিন গাড়ি চুরির সময় গাড়ির মালিকের হাতে ধরা পড়ে বিচ্ছু। সেই গাড়ির মালিক তাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজের সন্তানের মতো স্নেহ করেন। ঘটনাক্রমে জানা যায় এই বিচ্ছু তাঁর নাতি। এমন এক গল্প নিয়ে এগিয়ে যায় চলচ্চিত্র ‘আকাশ কত দূরে’।

সাতদিন/এমজেড

২ জুলাই ২০১৫

মুভি

 >  Last ›