রাত ১১টা, ১৪ জুলাই এবং

সকাল ১০টা ৩০ মি, ১৫ জুলাই, এসএ টিভি

চট্টগ্রাম দর্পণ-এর বিষয়

সমুদ্রে মানব পাচার

অতিথি: মে. ইমদাদুল ইসলাম ও জাহিদ সরওয়ার সোহেল
পরিকল্পনা ও উপস্থাপনা: শাহনেওয়াজ রিটন
প্রযোজনা: রেজাউল করিম রেজা



চট্টগ্রাম আঞ্চলের সংকট সম্ভাবনার নানা দিক নিয়েই সাপ্তাহিক এই বিশেষ ম্যাগাজিন আনুষ্ঠান ‘চট্টগ্রাম দর্পণ’। এ পরিকল্পনা ও উপস্থাপনায় রয়েছেন এসএ টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান শাহনেওয়াজ রিটন। এবারকার পর্বের বিষয় ‘সমুদ্রে মানব পাচার’। এবারের পর্বে স্টুডিও আলোচনায় অংশ নিয়েছেন মিয়ানমারের সাবেক বাংলাদেশ মিশনের প্রধান ইমদাদুল ইসলাম এবং কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ সরওয়ার সোহেল।

অনুষ্ঠানে আলোচনার ফাঁকে দেখানো হবে বিভিন্ন জনের মতামত এবং প্রতিবেদন। অনুষ্ঠানের শেষাংশে প্রচারিত হবে নরম খোলসের কাঁকড়া নিয়ে একটি প্রতিবেদন। এ ধরনের কাঁকড়া বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে।

রেজাউল করিম রেজার প্রযোজনা এবং শাহনেওয়াজ রিটনের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘চট্টগ্রাম দর্পণ’ অনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি মঙ্গলবার রাত ১১টায়। অনুষ্ঠানটিপূনঃপ্রচার করা হয় পরদিন বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

১৪ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›