সন্ধ্যা ৭টা ৫০ মি, ২ জুলাই, মাছরাঙা টিভি
সুপারমম নিবেদিত এ সপ্তাহের টেলিফিল্ম
অচেনারে চেনা
রচনা: আমিরুল ইসলাম অরুণ
পরিচালনা: কৌশিক হাসান ও রেইনি হাবিবা
অভিনয়ে: সজল, ফারিয়া
একদিন সুপারশপে শপিং করতে গিয়ে এক অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মুখীন হয় ফারজানা। সেখানেই পরিচয় হয় ইকবালের সাথে। এরপর থেকে ইকবাল ফারজানাকে প্রায়ই ফোন করে। এতে ফারজানা বিরক্ত হয়। এক পর্যায়ে ফারজানা জানতে পারে, ইকবাল আসলে ফারজানার ছোটবেলার বন্ধু এবং ভালোবাসার মানুষ। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর একজন আরেকজনকে অনেক খুঁজেছে। এতদিন পর খুঁজে পেলেও এরই মধ্যে আসিফ নামে এক ছেলের সাথে ফারজানার বাগদান হয়ে গেছে। ইকবাল আবার অন্তরালে চলে যায়। পাঁচ বছর পরে আবার এক ঘটনাক্রমে ওদের দুজনের দেখা হয়। তখন ইকবাল জানতে পারে আসিফের সাথে আসলে ফারজানার বিয়ে হয়নি। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘অচেনারে চেনা’।
আমিরুল ইসলাম অরুণের রচনায় এটি পরিচালনা করেছেন কৌশিক হাসান ও রেইনি হাবিবা। অভিনয় করেছেন সজল, ফারিয়া প্রমুখ।