সকাল ১০টা ২০ মি, ২ জুলাই, বৈশাখী টিভি
আলাপের অতিথি তমালিকা কর্মকার
প্রযোজনা: পলাশ মাহবুব
উপস্থাপনা: শান্তা জাহান
মঞ্চ ও টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের জন্মদিন আজ, ২ জুলাই। জন্মদিনে তিনি আসছেন বৈশাখী টেলিভিশনের নিয়মিত আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’-এর অতিথি হিসেবে। মঞ্চ ও ছোট পর্দার পাশাপাশি তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তাঁর অভিনয়ে মুক্তি পাওয়া চলচ্চিত্রের মধ্যে রয়েছে—‘কিত্তন খোলা’, ‘ঘেঁটু পুত্র কমলা’ ইত্যাদি।
১৯৯২ সালে উচ্চমাধ্যমিকে পড়ার সময় থেকে আরণ্যক নাট্যদলের হয়ে নাটকে অভিনয় শুরু করেন তিনি। এরপর থেকে আরণ্যক নাট্যদলের অবিচ্ছেদ্ধ অংশ হয়েই আছেন। তিনি টিভি ও চলচ্চিত্রে অভিনয় করেন খুব বেছে বেছে।
সাতদিন/এমজেড