সন্ধ্যা ৭টা, ২ জুলাই, যাত্রা বিরতী, ঢাকা
ব্যান্ড প্যান্ডোরা’র সংগীত সন্ধ্যা
ঢাকার যাত্রা বিরতীর (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু) সাপ্তাহিক আয়োজনের অংশ হিসেবে ২ জুলাই গানের দল প্যান্ডোরার অংশগ্রহণে এক সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। দলটি বিভিন্ন আঙ্গিকের বাংলা গান পরিবেশন করে থাকে। লোকসংগীত, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত ইত্যাদি গান তাদের পরিবেশনায় এক ভিন্ন আমেজে উপস্থাপিত হয়। ৫০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ আয়োজনটি উপভোগ করতে পারবেন। সংগীতায়োজনের পাশাপাশি থাকছে ফুচকা ও চায়ের ব্যবস্থা। খাবারের জন্য আলাদা মূল্য পরিশোধের প্রয়োজন হবে না, টিকেটের দামের সাথে এটি অন্তর্ভুক্ত থাকবে।
সাতদিন/এমজেড