রাত ৮টা, ২ জুলাই, জিটিভি

বিউটি টক-এর অতিথি

শাকিলা জাফর

সঞ্চালনা: ফারনাজ আলম
প্রযোজনা: মাহমুদ হাসান


সৌন্দর্য ও রূপচর্চাবিষয়ক জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘বিউটি টক’। অনুষ্ঠানটি অনেকটাই ভিন্ন আঙ্গীকে এবং একাধিক নতুন কয়েকটি বিষয় নিয়ে সাজানো হয়েছে। সাপ্তাহিক এই অনুষ্ঠানটি মাসের প্রথম দুই সপ্তাহে থাকবেন সেলিব্রেটি অতিথি, ৩য় পর্বে সরাসরি উপস্থিত থাকবেন একজন পর্বে বিউটি এক্সপার্ট। আরমাসের শেষ পর্বে ফেইসবুকের মাধ্যমে দর্শকঅংশ্রগ্রহণ করতে পরবেন এই অনুষ্ঠানে। আর এই দর্শকদের মাঝ থেকে বাছাইয়ের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক আর্থিকভাবে অসচ্ছল নারী দর্শককে গ্রুমিং করিয়ে অনুষ্ঠানে উপস্থাপন করা হবে।


বিউটি টকের সূচনা পর্বে বিশেষ তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় কন্ঠশিল্পী শাকিলা জাফর। তাঁর সৌন্দর্যচর্চা ও সংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে দর্শকদের সাথে টেলিফোনে কথা বলবেন তিনি।

বিউটি এক্সপার্ট ফারনাজ আলমের সঞ্চালনায় এবং মাহমুদ হাসানের প্রযোজনায় ‘বিউটি টক’ প্রতি বৃহস্পতিবার ৮টায় সরাসরি সম্প্রচারিত হবে।

সাতদিন/এমজেড

২ জুলাই ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›