রাত ১২টা, ২ জুলাই, আরটিভি
শ্রাবণ্য’র উপস্থাপনায়
মিউজিক স্টেশন-এ শফি মণ্ডল
প্রযোজনা: শাহ আমীর খসরু
শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় আরটিভির নিয়মিত সংগীতানুষ্ঠান মিউজিক স্টেশন। অনুষ্ঠানটির এবারের পর্বের আমন্ত্রিত বাউল শিল্পী শফি মণ্ডল। লালনের গানের পাশাপাশি অন্যান্য লোকগানও করেন তিনি। গুরু সাধন মুখার্জির কাছে তালিম নিয়েছিলেন তিনি। শফি মণ্ডল বিশ্বের বিভিন্ন দেশে গান গেয়েছেন। ভাবনগর সংগীত আশ্রম নামে একটি গানের স্কুল পরিচালনা করেন তিনি। শফি মণ্ডল একমাত্র বাংলাদেশি শিল্পী যিনি ওয়ার্ল্ড মিউজিক ইনস্টিটিউটের আমন্ত্রণে নিউইয়র্কের সিম্ফনি স্পেস মঞ্চে একক সংগীত পরিবেশন করার গৌরব অর্জন করেন।
সরাসরি গানের এই অনুষ্ঠানে তাঁরা গান শোনানোর পাশাপাশি কথা বলবেন তাঁর সংগীত জীবনের নানান বিষয় নিয়ে। দর্শকরাও ফোন করে তাঁর সাথে আড্ডায় অংশ নিতে পারবেন এবং জানাতে পারবেন যে কোন গানের অনুরোধ। শাহ আমীর খসরুর প্রযোজনায় আনুষ্ঠানটি আরটিভিতে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১১টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল শ্রাবণ্য।
সাতদিন/এমজেড