রাত ৯টা ৩০ মি, ৩ জুলাই, এনটিভি
ধারাবাহিক কাহিনীচিত্র উদ্দীপনের বিশেষ পর্ব
আকাশ বালক, আকাশ বালিকা
রচনা: গোলাম রাব্বানী
পরিচালনা: জয়ন্ত রোজারিও
অভিনয়: নাঈম, মেহজাবিন
এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে তাদের দেখা হয়েছিল। তারপর একদিন তাদের জীবনেও ঘুরেফিরে জন্মদিন আসে। একসময় তারা ভালোবেসে ফেলে পরস্পরকে। মেয়েটি ছেলেটির নাম দেয় আকাশ বালক। দুই শরীর এক প্রাণে বাঁধা পরে। কাকতালীয় বিষয় হচ্ছে তাদের দু’জনার জন্মদিন একই দিনে। প্রতি জন্মদিনেই তাদের মজার একটা গল্প থাকে। এই রোমান্টিক চরিত্র দুটিকে কেন্দ্র করে আবর্তিত হয় নাটক ‘আকাশ বালক, আকাশ বালিকা’র গল্প।
এনটিভির বর্ষপূর্তি উপলক্ষে ধারাবাহিক কাহিনীচিত্র উদ্দীপন এর বিশেষ এই পর্বটি দেখা যাবে। গোলাম রাব্বানীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। নাটকটির কেন্দ্রী চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও মেহজাবিন।
সাতদিন/এমজেড