রাত ১১টা, ২ জুলাই, মাছরাঙা টিভি
তোমায় গান শোনাবো’র অতিথি
কল্পনা আনাম
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছরাঙা টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’র এবারের পর্বের অতিথি হয়ে আসছেন নজরুলগীতির শিল্পী কল্পনা আনাম। এই গুণী শিল্পী ছায়ানট সংগীত বিদ্যায়তনে শিক্ষকতা করছেন। উল্লেখ্য, আরেক বরেণ্য শিল্পী খায়রুল আনাম শাকিলের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ।
সাইফুল ইসলামের প্রযোজনা এবং কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড