১ থেকে ২২ জুলাই, আঁলিয়স ফ্রঁসেস দ্য ঢাকা
ফরাসী কবি জর্জে ব্রাসান্স-এর জীবন ও কর্ম নিয়ে প্রদর্শনী
আঁলিয়সফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হলো বিশ্ববিখ্যাত ফরাসী কবি জর্জে ব্রাসান্স-এর জীবন, সাহিত্য ও সঙ্গীত নিয়ে প্রদর্শনী। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি চলবে ২২ জুলাই ২০১৫ পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার সকাল১১টা থেকে বিকাল ৫টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববারসাপ্তাহিকবন্ধ।
ব্রাসান্স এমন একজন যিনি ফ্রান্সের বাইরেই বেশি সমাদৃত। তিনি শুধু শ্রোতাদের শিল্পী নন বরং শিল্পীদেরও শিল্পী। তাঁর কবিতা ও গান ত্রিশটি ভাষায় অনুদিত হয়েছে। কলম্বিয়ার নোবেলজয়ী লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মারকেজ ১৯৮১ সালের দিকে একবার ব্রাসান্স সম্পর্কে বলতে গিয়ে বলেন, ‘কয়েক বছর আগে একটি সাহিত্য সভায়, কয়েকজন জানতে চেয়েছিল কে সমসাময়িক সেরা ফরাসী কবি? আমি দ্বিধা না রেখে বলেছিলাম, জর্জে ব্রাসান্স’।
ফ্রান্সের সোনালিসময়ের একজন অনন্য মানুষ তিনি, যিনি সাহিত্য জানতেন, বিখ্যাত ফরাসীকবিদের ভক্ত ছিলেন, নিজে গান করতেন। তিনি ছিলেন একক নৈরাজ্যবাদী যিনি সম্মিলিত সংগ্রামে অংশ নেন নাই। তিনি তেমন মানুষ যিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন। ছিলেন আদর্শবাদী সমাজের ভনিতার বিপক্ষে। তিনি পুলিশী স্বেচ্ছাচারিতারও বিরুদ্ধে ছিলেন। তিনি জর্জ ব্রাসেনস। সর্বদা নিজের সঙ্গে থাকতেন।
সাতদিন/এমজেড