রাত ৯টা, ৩ জুলাই, মাছরাঙা টেলিভিশন
টিভির পর্দায় বেঙ্গল উচ্চাঙ্গসঙ্গীত উৎসব ২০১৩
কন্ঠশিল্পী অসিত দে
প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া
মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে উচ্চাঙ্গ সংগীতের অন্যতম বৃহৎ উৎসব ‘বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৩’-এর ধারণকৃত অংশ। ২০১৩ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত চার দিনব্যাপী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উৎসবে উপমহাদেশের শতাধিক খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এবারের পর্বে প্রচারিত হবে কন্ঠশিল্পী অসিত দে’র পরিবেশনা।
কিরানা ঘরানার এই শিল্পী বাংলাদেশে উচ্চাঙ্গসংগীত চর্চায় অনন্য ভূমিকা রেখে চলেছেন। তিনি বর্তমানে ছায়ানট সংগীত বিদ্যায়তনে উচ্চাঙ্গসংগীত বিভাগে শিক্ষকতা করছেন।
সাতদিন/এমজেড