দুপুর ১২টা ১৫ মি, ৪ জুলাই, মাছরাঙা টিভি
এক বিরতির টেলিফিল্ম
খসরু ভাই এবং কয়েকটি নীল পদ্ম
রচনা ও পরিচালনা: শামীম আহমেদ রনি
অভিনয়: সোহানা সাবা, মাজনুন মিজান
মহল্লার নামকরা মাস্তান খসরু ভাই। মাস্তান হলেও নানাভাবে এলাকার লোকজনের উপকার করে সে। এজন্য অনেকে তাকে পছন্দও করে। তবে নিজের পরিবারে সে উপেক্ষিত। ঘটনাক্রমে এলাকার সংসদ সদস্যের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে খসরু ভাই। এদিকে, ওই সংসদ সদস্যের মেয়ে নীতুকে মনে মনে ভালোবেসে ফেলেছে সে। নানামুখী সংঘাত ও সুখ-দু:খের টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘খসরু ভাই এবং কয়েকটি নীল পদ্ম’।
শামীম আহমেদ রনীর রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন সোহানা সাবা, মাজনুন মিজান, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, সাবেরী আলম, তমা খান প্রমুখ।
সাতদিন/এমজেড