বিকাল ৩ টা ৩০ মি. ৪ সেপ্টেম্বর, একুশে টিভি
টেলিফিল্ম
অজস্র ভূল অথবা একটি পদ্ম ফুল
রচনা: আসাদুজ্জামান সোহাগ
পরিচালনা: বি ইউ শুভ
অভিনয়: নিশো, শখ
একটি প্রেমের গল্পকে নিয়ে আবর্তিত হয় টেলিফিল্ম ‘অজস্র ভূল অথবা একটি পদ্ম ফুল’-এর গল্প। আসাদুজ্জামান সোহাগের রচনায় ও বি ইউ শুভ’র পরিচালনায় রোজা মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ নাটকে নিশো ও শখ অভিনয় করেছেন শান্ত ও বীথি চরিত্রে।
সাতদিন/এমজেড