রাত ১০টা ১০ মি, ৪ জুলাই, একুশে টিভি

‘গল্প স্বল্প গান’এ

চিত্রনায়ক শাহরিয়াজ ও কন্ঠশিল্পী লিজা

উপস্থাপনা: ফওজিয়া এরিনা
প্রযোজনা: শাওন রায় চৌধুরী ও ফওজিয়া এরিনা


একুশে টেলিভিশনে সেলিব্রেটি টক শো ‘গল্প স্বল্প গান’এর এবারের পর্বে অতিথি হয়ে আসছেন চিত্রনায়ক শাহরিয়াজ এবং কন্ঠশিল্পী সানিয়া সুলতানা লিজা। প্রাণবন্ত আড্ডায় অতিথিরা জানাবেন তাঁদের দৈনন্দিন জীবন যাপনের নানা অজানা তথ্য, অতীতের স্মরণীয় ঘটনা এবং বর্তমান ব্যস্ততার কথা। অনুষ্ঠানে দর্শকরাও অংশগ্রহণ করতে পারবেন ফেইসবুক টেলিফোনের মাধ্যমে। এ ছাড়া দর্শকদের জন্য রয়েছে কুইজ।

ফওজিয়া এরিনার উপস্থাপনায় অনুষ্ঠানটি যৌথ প্রযোজনা করেছেন ফওজিয়া এরিনা এবং শাওন রায় চৌধুরী। প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচারিত হয় অনুষ্ঠানটি।

সাতদিন/এমজেড

৪ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›