রাত ৮টা ৪০ মি, ১২ জুলাই, এসএ টিভি

আমার ব্যালকনি’র অতিথি

খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা

উপস্থাপনা: শামীমা আখতার বেবী
প্রযোজনা: মুনতাহা মিথিলা


এসএ টেলিভিশনের নিয়মিত আড্ডা-আলোচনার অনুষ্ঠান ‘আমার ব্যালকনি’র এবারের পর্বের অতিথি তারকা দম্পতি চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু এবং চিত্রশিল্পী কনকচঁপা চাকমা। তাঁরা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে উচ্চশিক্ষা গ্রহণ করে। পরবর্তীতে কনকচাঁপা চাকমা একজন ব্যতিক্রমধর্মী চিত্রশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন এবং খালিদ মাহমুদ মিঠু কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন চলচ্চিত্র জগতকে।


কনকচাঁপা চাকমার জন্ম পার্বত্য চট্টগ্রামের এক চাকমা পরিবারে। তাঁর শিল্পকর্মে ফুটে উঠে সেই পাহাড়ী জনপদের কথা। তিনি বিভিন্ন বিদেশে প্রদর্শনী করেছেন এবং শিল্পশিক্ষা লাভ করেছেন। অপরদিকে খালিদ মাহমুদ মিঠু ‘গহীনে শব্দ’ চলচ্চিত্রটির মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন। তাঁর প্রথম ছবি শ্রেষ্ঠ পরিচালক’সহ চারটি বিভাগে জাতীয় পুরস্কার লাভ করে। এরপর তিনি ‘জোনাকির আলো’ শিরোনামের আরেকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

মুনতাহা মিথিলার প্রযোজনা এবং শামীমা আখতার বেবীর উপস্থাপনায় ‘আমরা ব্যালকনি’ আনুষ্ঠানটি এসএ টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি রবিবার রাত ৮টা ৪০ মিনিটে।

সাতদিন/এমজেড

১২ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›