রাত ১০ টা ৩৫ মি, ঈদের দিন, বৈশাখী টিভি
মিউজিক মোমেন্ট-এর অতিথি
ডিফারেন্ট টাচ, অবসকিউর ও অরবিট
প্রযোজনা: রবিউল হাসান সুজন
উপস্থাপনায়: শ্রাবণ্য তৌহিদা
এই ঈদে বৈশাখী টেলিভিশনে থাকছে ৭ দিন ব্যাপি স্পেশাল ‘মিউজিক মোমেন্টস’ সরাসরি সম্প্রচারিত সঙ্গীতায়োজন। দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানাতে পারেন। আপনার ঈদ কে আরও আনন্দময় করতে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত বাংলাদেশের জনপ্রিয় সব শিল্পিরা থাকচে বৈশাখীর পর্দায়।
রবিউল হাসান সুজনের প্রযোজনা এবং শ্রাবণ্য তৌহিদার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০ টা ৩৫ মিনিটে।
সাতদিন/এমজেড