সকাল ৭টা ৩০ মি, ৫ জুলাই, এটিএন বাংলা

চায়ের চুমুকে’র অতিথি

অভিনয়শিল্পী তানহা তাসমিয়া

উপস্থাপনা: ফায়জা খান এবং ইমতু রাতিশ
পরিচালনা: মোশতাক হোসেন মাশুক


এটিএন বাংলার প্রতিদিনের অনুষ্ঠান ‘তাজা চায়ের চুমুকে’। অনুষ্ঠানের প্রতিটি পর্বে তুলে ধরা হয় গ্রাম বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতিকে। অনুষ্ঠানে আরও থাকে সেদিন সম্পর্কে জানা অজানা নানান তথ্য, জন্মগ্রহণকারী বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে তথ্য, আবহাওয়া, রাশিফল, বিউটি টিপস, বাংলার গান, শিল্প-সাহিত্যের খবরাখবর এবং একজন অতিথির সঙ্গে আড্ডা। অভিনয়শিল্পী তানহা তাসমিয়া আসছেন তাজা চায়ের চুমুকে'র এবারের পর্বের অতিথি হিসেবে।


বিজ্ঞাপন চিত্রে মডেলিংয়ের পাশাপাশি তানহা চলচ্চিত্রে অভিনয় করেও খ্যাতি অর্জন করেছেন। ‘ভোলা যায় না’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর অভিষেক হয়। এ ছবিতে তিনি নিরবের বিপরীতে অভিনয় করেন।

ফায়জা খান এবং ইমতু রাতিশের উপস্থাপনা এবং মোশতাক হোসেন মাশুক এর পরিচালনায় ‘তাজা চায়ের চুমুকে’ এটিএন বাংলায় প্রচার হবে সকাল ৭টা ৩০ মিনিটে।

সাতদিন/এমজেড

৫ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›