সন্ধ্যা ৭টা ৩০ মি, ৬ জুলাই, যাত্রাবিরতী, ঢাকা
তারেক মাসুদের চলচ্চিত্র
‘রানওয়ে’র প্রদর্শনী
ঢাকার যাত্রাবিরতীতে (৬০ কামাল আতাতুর্ক এভিন্যু) প্রদর্শিত হবে অকালপ্রয়াত চলচচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ পরিচালিত চলচ্চিত্র ‘রানওয়ে’। এতে অভিনয় করেছে জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজমূল হুদা বাচ্চু, মোসলেম উদ্দিন, নাসরিন আক্তার, রিকিতা নন্দিনী শিমু ও অন্যান্য। রানওয়ে ছবিটিতে উঠে এসেছে আমাদের সমাজে বিদ্যমান ধনী-গরীব বৈষম্য, ধর্মীয় মৌলবাদ এবং জঙ্গীবাদের মত বিষয়গুলো। ৩০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ভেন্যুতে টিকেট বিক্রি শুরু হবে। অনলাইনে টিকেট কিনতে www.imdhaka.com এই ঠিকানায় ভিজিট করতে হবে।
মাদ্রাসায় পড়া অতি দরিদ্র পরিবারের ছেলে রুহুলকে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়। তার বাবা থাকে মধ্যপ্রাচ্যে। রুহুলের মা ও বোন সংগ্রাম করে পরিবারের খরচ চালায়। মাদ্রাসায় পড়া রুহুলের পক্ষে মা ও বোনকে সাহায্য করা সম্ভব হয় না। উপরন্তু চারপাশে সমাজের বৈষম্যমূলক ব্যবস্থা তাকে আহত করে। এমন সময় তার সাথে যোগাযোগ ঘটে জঙ্গী তৎপরতায় লিপ্ত একটি সংগঠনের। এভাবেই সে জড়িয়ে ভয়াবহ জঙ্গী তৎপরতায়।
সাতদিন/এমজেড