সকাল ৭টা ৩০মি, ঈদের ৩য় দিন, এটিএন বাংলা
ঈদের বিশেষ আয়োজনে
‘চায়ের চুমুকে’র অতিথি শখ
উপস্থাপনা: ইমতু ও কবির তীথি
পরিচালনা: শম্পা মাহমুদ এবং মোশতাক হোসেন মাশুক
মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী শখ। ব্যস্ত সময় পার করছেন মিডিয়া জগতে। ঈদকে কেন্দ্র করে তার ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে অনেকগুন। এই ব্যস্ততার মধ্যেই সম্প্রতি হাজির হন এটিএন বাংলার সকালের আড্ডার আসর ‘তাজা চায়ের চুমুকে’ অনুষ্ঠানে। সকালের আমেজে এই অনুষ্ঠানে শখের সঙ্গে প্রানবন্ত আড্ডায় অংশ নিয়েছেন অনুষ্ঠানের দুইজন উপস্থাপক ইমতু এবং কবির তীথি। অনুষ্ঠানে শখের ঈদের কর্মব্যস্ততা, ব্যক্তিজীবন, ভালোলাগা, ঈদের আনন্দ উপভোগ, ঈদের খাবারদাবার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি বিষয় উঠে এসেছে। অনুষ্ঠানে আড্ডার পাশাপাশি থাকছে শিল্পী পুজার নতুন একটি গান। আরও থাকছে অবিরাম বাংলার মুখের তথ্যচিত্র।
ঈদের ছুটিতে সকালের আয়োজনে শখের অংশগ্রহনে প্রানবন্ত আড্ডার অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে এমনটাই প্রত্যাশা। শম্পা মাহমুদ এবং মোশতাক হোসেন মাশুক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয়দিন সকাল ৭টা ৩০মিনিটে এটিএন বাংলার পর্দায়।
সাতদিন/এমজেড