বিকাল ৪ টা ৪৫ মি, ঈদের দিন, মাছরাঙা টিভি
‘খলনায়ক’ আনুষ্ঠানে মুখোমুখি
এটিএম শামসুজ্জামান ও মিশা সওদাগর
উপস্থাপনা: শহীদুল আলম সাচ্চু
প্রযোজনা: ফয়েজ রেজা
চলচ্চিত্রের দুই প্রজন্মের শীর্ষ দুই খলনায়ক এটিএম শামসুজ্জামান ও মিশা সওদাগর। চলচ্চিত্রে তাদের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অজানা নেই দর্শকদের। কিন্তু বাস্তবজীবনেও কি তারা এরকম? এমন প্রশ্ন অনেকের মনেই। উত্তরটা জানা যাক সরাসরি তাদের মুখ থেকেই। পর্দার চরিত্রের কারণে বাস্তবজীবনে তাদেরকে কোনো বিব্রতকর অভিজ্ঞতার মধ্যে পড়তে হয় কিনা, সংসার কিংবা সমাজ জীবনে তারা কেমন-এসব নিয়ে কথা বলতে এই দুই খলনায়ক মুখোমুখি হয়েছেন ঈদের জন্য নির্মিত মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে।
‘খলনায়ক’ নামের এ অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে ছিলেন জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু। প্রাণবন্ত আড্ডায় নিজেদের ব্যক্তিজীবন ও চলচ্চিত্রজীবনের অনেক মজার তথ্য, স্মরণীয় ঘটনা ও অভিজ্ঞতার কথা বলেছেন দুই খলনায়ক। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। ঈদের দিন বিকাল ৪ টা ৪৫ মিনিটে প্রচারিত হবে এটি।
সাতদিন/এমজেড