রাত ১২টা ২ মি, ৬ জুলাই, মাছরাঙা টিভি
বিরতিহীন ভালোবাসার নাটক
ইল্যুশন
রচনা: শিবু কুমার শীল
পরিচালনা: পারভেজ আমিন
অভিনয়: আরেফিন শুভ, জেনি
বিদেশ থেকে ফিরে ইলানা তার পুরোনো প্রেমিকের খোঁজ করতে গিয়ে প্রেমিকের বন্ধুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। নাটকের শেষ পর্যায়ে দেখা যায় আসলে সব কিছুই ছিল ইল্যুশন। এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ইল্যুশন’।
শিবু কুমার শিলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন পারভেজ আমিন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জেনী, আরেফিন শুভ প্রমুখ।
সাতদিন/এমজেড