বিকাল ৪টা ৫ মি, ৬ জুলাই, একুশে টিভি
দেশজুড়ের প্রতিবেদনে
পাবনার তাঁত শিল্পীদের জীবন
প্রযোজক : সাখাওয়াৎ লিটন ও মানিক শিকদার
সঞ্চালক : মাসুমা লিসা
আমাদের এই দেশটি আয়তনে ছোট্ট হলেও রূপ বৈচিত্র্যে ভরপুর, বারো মাসে ৬ টি ঋতু যেমন আমাদের ভিন্নতার স্বাদ দেয়, তেমনি আবার ধর্মীয় স্বাতন্ত্র্য থাকলেও সবাই এক সাথে মিলেমিশে থাকছে যুগ যুগ ধরে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তুলে আনছি দেশের প্রত্যন্ত অঞ্চলের জানা অজানা নানা কথা। দেশজুড়ে দল মানুষ ও মানবতার জন্য কাজ করছে অবিরত।
এবারের প্রতিবেদন:
# বান্দরবানের পাড়াকেন্দ্রে প্রাক-প্রাথমিক শিক্ষা ব্যবস্থা নিয়ে মূল প্রতিবেদন।
# পাবনার তাঁত শিল্পীদের জীবন জীবিকা।
# পিরোজপুরের ক্রিকেট ব্যাট তৈরির গ্রাম।
# ঐতিহ্যে বাংলার মসজিদে থাকছে গাইবান্ধার মীরের বাগান মসজিদ। এবং
# চট্টগ্রামের স্থানীয় শিল্পীর পরিবেশনায় একটি কাওয়ালী।
সাতদিন/এমজেড