রাত ৭ টা ৫০ মি, ঈদের ৩য় দিন, আরটিভি
একক নাটক: এ্যাংরি বার্ড
রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান
অভিনয়: তাহসান, তিশা
বেড়তে গিয়ে পথে নায়কের সাথে নায়িকার পরিচয়। পরিচয়ের শুরুটা ঝগড়ার মধ্য দিয়ে। এরপর একই সিটে বসার কারণে নানা গল্প হতে হতে তারা বন্ধু হয়ে যায়। পরস্পরের ভালো লাগা বন্ধু লাগা শেয়ার করেন। শেষ হয় ভ্রমণ। দু’জনে এত কথা বললেও ঠিকানা কিংবা মোবাইল নাম্বার নেয়া হয় নি। দু’জন দু’জনকে হারিয়ে ফেলে। এবার দু’জন দু’জনকে কি খুঁজে পাবে?
এমনই এক কাহিনী নিয়ে আরটিভির ঈদের জন্য নির্মিত হয়েছে নাটক এ্যাংরি বার্ড। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তাহসান ও তিশা। নাটকটি প্রচার হবে আরটিভিতে ঈদের তৃতীয় দিন রাত ৭ টা ৫০ মিনিটে
উল্লেখ্য, এবার ঈদে তাহসান অভিনীত একমাত্র নাটক এ্যাংরি বার্ড।