বিকাল ৪টা ৫ মি, ৭ জুলাই, একুশে টিভি

দেশজুড়ে সংলাপ-এর আলোচনায়

উপমহাদেশীয় সংস্কৃতি বিকাশে লালন

অতিথি: সাইমন জাকারিয়া ও কিথ কান্তু
প্রযোজনা ও সঞ্চালনা: মাসুমা লিসা



উপমহাদেশীয় আধ্যাত্মিক সাধকদের মধ্যে অন্যতম, দার্শনিক, মানবতাবাদী, অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক লালন শাহ বা লালন ফকির। তাঁর গান ও দর্শন নিয়ে বিভিন্ন সময়ে দেশে বিদেশে ব্যপক গবেষনা হয়েছে ও হচ্ছে। একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন ‘দেশজুড়ে সংলাপ’ অনুষ্ঠানে এবারের পর্বের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘উপমহাদেশীয় সংস্কৃতির বিকাশে বাউল সম্রাট লালন শাহ এর অবদান’ বিষয়ে। এ বিষয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত থাকবেন লেখক,গবেষক ও নাট্যকার সাইমন জাকারিয়া এবং ওয়াশিংটন ইউনির্ভাসিটিতে তুলনামূলক ধর্মতত্ত্বে অধ্যায়নরত গায়ক ও গবেষক কিথ কান্তু।

উল্লেখ্য, লালনের জন্ম ১৭৭৪ সালে এবং মৃত্যু ১৮৯০ সালে। তিনি ছিলেন একাধারে বাউল সাধক, গীতিকার, সুরকার, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি জাতি-ধর্ম ও বর্ণের ঊর্ধে স্থান দিয়েছিলেন মানবতাকে। সকল প্রকার বিভেদ ও শোষণের তিনি বিরোধিতা করেছিলেন। এ কারণে তাঁকে সইতে হয়েছে অপমান ও গঞ্জনা।

বৌদ্ধ তান্ত্রিক দর্শন, বৈষ্ণব দর্শন, মুসলিম সুফিবাদ ইত্যাদির প্রভাবে গড়ে উঠেছে লালনের নিজস্ব দর্শন। তিনি তাঁর গানের মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তাঁর মতবাদ। এই সব গান যুগ যুগ ধরে এ দেশের মানুষকে শুভ কাজে প্রেরণা যুগিয়ে এসেছে।

সাতদিন/এমজেড

৭ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›