দুপুর ২ টা ৪০ মি, ঈদের ২য় দিন, মাছরাঙা টিভি
স্টোরি অব থাউজেন্ড ডে’স
রচনা ও পরিচালনা: মাবরুর রশীদ বান্নাহ
অভিনয়: তাহসান, তিশা
তারা দুজন দুজনের ভালো বন্ধু। ভালোও বাসে পরস্পরকে কিন্তু সেটা মুখ ফুটে বলতে পারে না। দু’জনেই মনে মনে ঠিক করে রাখে, ভালোবাসার ১০০০তম দিনটা বিশেষ ভাবে উদযাপন করবে। কিন্তু সেই দিনটা আসার আগেই তিশা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে যায়। শুরু হয় অন্যরকম কষ্টের দিন- এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘স্টোরি অব থাউজেন্ড ডে’স’।
মাবরুর রশীদ বান্নাহ’র রচনা ও পরিচালনায় এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাহসান ও তিশা। ঈদের দ্বিতীয় দিন দুপুর ২ টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে এটি।
সাতদিন/এমজেড