রাত ৯টা ১৫মি, ঈদের আগের দিন, এটিএন বাংলা
বিভিন্ন চ্যানেলের সংবাদকর্মীদের নিয়ে
ঈদের গেম শো ‘হারজিৎ’
উপস্থাপনাঃ ফেরদৌস বাপ্পী
পরিচালনাঃ সেলিম দৌলা খান
জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার সর্বশেষ খবর জানাতে সারাবছরই ব্যস্ত থাকেন সংবাদ কর্মীরা। এই সংবাদ কর্মীদের মাধ্যমেই সমস্ত খবর পৌছে যায় দর্শকদের কাছে। এই সিরিয়াস সংবাদের বাইরে তাদেরও রয়েছে একান্ত ভুবন। সেই একান্ত ভুবনের খবর, গান, অভিনয়, আর চমৎকার কিছু গেম নিয়ে থাকবে বেশ কটি মজার রাউন্ড।
অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মোট ৮জন জনপ্রিয় সংবাদ উপস্থাপক ও রিপোর্টার। এদের মধ্যে আছেন মুন্নী সাহা(এটিএন নিউজ), সৈয়দা মারিয়া(এটিএন বাংলা) মুনিরুল ইসলাম(এনটিভি), হাসান শাহরিয়ার কল্লোল(যমুনা টিভি), সাইদুর রহমান(চ্যানেল আই), ফজলে রাব্বি(এটিএন বাংলা), লোপা হোসেইন(এটিএন বাংলা), মুমতাহিনা রীতু(এনটিভি)। মজার গেম এর মাধ্যমে বাছাই করে মোট ৩জন বিজয়ীর হাতে তুলে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও সব অংশগ্রহণকারীদের জন্য থাকবে পুরস্কার।
জনপ্রিয় উপস্থাপক ফেরদৌস বাপ্পীর উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার করা হবে ঈদের আগের দিন রাত ৯টা ১৫ মিনিটে।
সাতদিন/এমজেড