রাত ৯টা, ঈদের দিন থেকে ৭ম দিন, দেশটিভি

৭ পর্বের ধারাবাহিক নাটক

বাখরখানী

রচনা: তুহিন রাসেল
পরিচালনা: তানিম পারভেজ
অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, অপর্ণা


গল্প: পুরান ঢাকায় বসবাসরত একটি পরিবার সওদাগর পরিবার। এই পরিবারে আছে দুই ভাই। বড়ভাই রশিদ সওদাগর আর ছোটভাই বাছির সওদাগর। বিবাহিত এই দুই ভাইয়ের আছে নিজেদের ভিন্ন ভিন্ন পরিবার। বড় ভাইয়ের মেয়ে বিজলী ভার্সিটি পওে আর ছোট ভাইয়ের ছেলে ১০ বছর বয়স। দুই ভাই একই পিতার সন্তান হলেও তাদের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। দুজন মতোবিরোধের চুড়ান্ত উদাহরন। ছোট ভাই বাছির সওদাগর চান এই পুরনো বাড়িটা ভেঙ্গে নতুন বাড়ি করতে কিন্তু বড় ভাই বশির সওদাগর নিজের বাপ দাদার স্মৃতি ধওে রাখতে বদ্ধ পরিকর। এ নিয়ে দুই ভাইয়ের ঝামেলার শেষ নেই। সারাক্ষন তাদেও মধ্যে দ্বন্দ। এদিকে রশিদ সওদাগরের মেয়ে বিজলীর আবার একই পাড়ার নাইম নামের তারকা খেলোয়ারের সাথে প্রেম। নাইমের সব চেষ্টা বিজলীকে খুশি করার জন্য। বাছিত সওদাগরের ছেলে অপূর্ব। তাকে পড়তে বসালে শুধু অসুস্থতার বাহানা। খেতে বসলে লবন কম, ঝাল বেশি বাহানা। সারাদিন চিল্লাচিল্লি, দৌড়াদৌড়ি করে আর রাতে ভুতের গল্প শোনে। মুলত বশির সওদাগর আর বাছিত সওদাগর এই দুই ভাইয়ের মধ্যে বিরোধ কেন্দ্র করেই আমাদের গল্প প্রবাহিত হয়েছে। এখানে থাকবে প্রেম, ভালোবাসা, বিরোধ আর হাস্যরসাত্বক ঘটনা প্রবাহ।

তুহিন রাসেলের রচনা এবং তানিম পারভেজের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, সাজু খাদেম, জোভান, অপর্ণা, সাফা কবীর, ফারুক আহমেদ, শোয়েব মনির, কোয়েল, আলামিন হক, সোহেল, শাওন, দিপ প্রমুখ।

সাতদিন/এমজেড

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›