সন্ধ্যা ৭টা ৫০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, আরটিভি

বিশেষ নাটক: পোট্রেইট

রচনা: উর্মি মোস্তফা
পরিচালনা: গোলাম সোহরাব দোদুল
অভিনয়: আবুল হায়াত, বিপাশা হায়াত, শাহাদত


এক বয়স্ক চিত্রশিল্পীর পাশের বাড়িতেই থাকেন কর্পোরেট অফিসের এক ব্যস্ত নারী কর্মকর্তা। শিল্পী রাত জেগে ছবি আঁকেন। রাতে তাঁর ঘরে আলো জ্বলে যার ফলে খুবই বিরক্ত হয় প্রতিবেশী রমনী। তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। কিন্তু এক সময় সেই রমনী জানতে পারে যে এই শিল্পীর আঁকা সব পোট্রেইটের মডেলরা মৃত মানুষ। কৌতুহলী হয়ে উঠে মেয়েটি। এভাবে এগিয়ে যায় নাটক ‘পোট্রেইট’।


উর্মি মোস্তফার নাট্যরূপে নাটকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকে অভিনয় করেছেন, আবুল হায়াত, বিপাশা হায়াত, শাহাদত প্রমূখ।
নাটকটি প্রচারিত হবে আরটিভিতে ঈদের ৬ষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

সাতদিন/এমজেড

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›