রাত ৯টা ২০ মি, ৮ জুলাই, মাছরাঙা টিভি

অপর্ণা ঘোষের উপস্থাপনায়

রূপ কথায় ডিজে নাতাশা

প্রযোজনা: ফয়েজ রেজা


প্রাকৃতিক ও ভেষজ উপাদানে সৌন্দর্য চর্চার অনুষ্ঠান ‘স্যান্ডালিনা রূপ কথা’র এবারের পর্বের অতিথি সংগীতশিল্পী ডিজে নাতাশা। জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষের উপস্থাপনায় অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে শুরু হয়েছে মাছরাঙা টেলিভিশনে। অপর্ণা’র সাথে কথপোকথনে অতিথি জানাবেন সৌন্দর্য চর্চা বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও মতামত।

ফয়েজ রেজা’র প্রযোজনায় অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বুধবার রাত ৯টা ২০ মিনিটে।

সাতদিন/এমজেড

৮ জুলাই ২০১৫

ম্যাগাজিন

 >  Last ›