রাত ১১ টা ৪০ মি, ঈদের দিন, মাছরাঙা টিভি
লিজার উপস্থাপনায়
রাঙা রাত-এ হৃদয় খান
প্রযোজনা: জাবেদ ইকবাল তপু
মাছরাঙা টেলিভিশন-এর ঈদের বিশেষ ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’-এ উপস্থাপক হিসেবে দেখা যাবে ক্লোজ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজাকে। বিভিন্ন ধারার গান দিয়ে সাজানো এই আয়োজনের প্রথম দিন গান পরিবেশন করবেন তারুণ্যের প্রিয় শিল্পী হৃদয় খান। দ্বিতীয় দিন থাকবে জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা ও মনির খানের যৌথ পরিবেশনা। ব্যান্ড পেন্টাগন-এর পরিবেশনা থাকছে তৃতীয় দিন। জনপ্রিয় ইংরেজি গান নিয়ে রাফা, এলিটা, হাসান ও আলিফ থাকছেন চতুর্থ দিন। এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পী অপু, স্বরলিপি, শামীম ও সুপ্তিকার পরিবেশনায় পুরনো দিনের গান থাকছে পঞ্চম দিন। আর ষষ্ঠ দিন থাকছে ভিন্নধারার শিল্পী সায়ানের গান।
ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১ টা ৪০ মিনিট থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন জাবেদ ইকবাল তপু।
সাতদিন/এমজেড