রাত ৮টা ৪০ মি, এসএ টিভি
নৃত্যানুষ্ঠান: ঝুম বরষায়
নৃত্য পরিবেশনায়: শখ, মেহজাবিন, তমা মির্জা, আমরিন, তুষ্টি, প্রসূন আজাদ
কামরুজ্জামান রঞ্জু’র প্রযোজনায় ঈদ উল ফিতর উপলক্ষে এসএ টিভি’র জন্য নির্মিত হয়েছিল ৬ পর্বের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ঝুম বরষায়’। এতে নৃত্য পরিবেশন করবেন শখ, মেহজাবিন, তমা মির্জা, আমরিন, তুষ্টি, প্রসূন আজাদ প্রমুখ।
এসএ টেলিভিশনে অনুষ্ঠানটি আবার প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ৮টা ৪০ মিনিটে।
সাতদিন/এমজেড