রাত ৮টা ৫০ মি, ঈদের দিন, এসএ টিভি
একক নাটক: গার্লফ্রেন্ড
রচনা ও পরিচালনা: সকাল আহমেদ
অভিনয়: ইরেশ যাকের, তিশা
মিশুর কোন গার্লফ্রেন্ড নেই। ভার্সিটির অনেক মেয়েকে অফার দিয়ে চর থাপ্পর ও খেতে হয়েছে। শেষমেষ ভার্সিটির মুটকি রুমাকে প্রপোজ করে ব্যার্থ হয়ে রাগে দু:খে মিশু বাসায় গিয়ে একেবারে কেঁদে ফেলে। সিদ্ধান্ত নেয় আর কোন দিন কোন মেয়েকে অফার করবেনা পরদিন ক্যাম্পাসে গিয়ে সবাইকে এই সিদ্ধান্ত জানিয়ে দেবার পরই ঘটলো আসল ঘটনা।
সেদিনই ভার্সিটিতে একজন নতুন মেয়ে এসেছে। ভীষন সুন্দরী মেয়েটির নাম নায়লা। অবাক ব্যাপার হলো, মেয়েটি নিজে এসে মিশুকে ফ্রেন্ডশীপের অফার দিল। সব বন্ধুরা তো জ্বলে পুড়েঁ ছাই। মিশু যেন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারে না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মিশু টের পেল গার্লফ্রেন্ড থাকার যন্ত্রনা কত প্রকার ও কিকি। মেয়েটা সারাদিন ওকে ফোনের উপর রাখে। তা ছাড়া মেয়েটির সন্দেহ বাতিক রোগ। মিশু ভাবতে থাকে গার্লফ্রেন্ড ছাড়াই সে ভাল ছিল। নায়লার অদ্ভুত সব আচরন মিশুকে ভাবিয়ে তোলে। এবার মিশু কি সিদ্ধান্ত নিবে?
সাতদিন/এমজেড