রাত ৮টা ৪০ মি, ৯ জুলাই এবং

সকাল ৯টা, ১২ জুলাই, এসএটিভি

ইয়ুথ ভয়েজের ৮৮তম পর্ব

বিষয়: যত্রতত্র গড়ে উঠছে হাসপাতাল, স্বাস্থ্য সেবা কতটা পাচ্ছে জনগণ?
অতিথি: ডাঃ রফিকুল ইসলাম, অধ্যাপক ডাঃ জাফিরুল হাসান, ডাঃ মাহফুজা আহমেদ, সাখাওয়াত হোসেন রাঙা ও মোশফেকা রাজ্জাক
উপস্থাপনা: মনিকা চৌধুরী
প্রযোজক: বিকাশ সরকার


তরুণদের নিয়ে আড্ডা-আলোচনার অনুষ্ঠান ইয়ুথ ভয়েজ-এর এবারের বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘যত্রতত্র গড়ে উঠছে হাসপাতাল, স্বাস্থ্য সেবা কতটা পাচ্ছে জনগণ?’। এ বিষয়ে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত থাকবেন ডাঃ রফিকুল ইসলাম (সিনিয়র অতিরিক্ত পরিচালক, রংপুর কমিউনিটি হসপিটাল), অধ্যাপক ডাঃ জাফিরুল হাসান (বিভাগীয় প্রধান, অবস ৪ গাইনি, রংপুর কমিউনিটি হসপিটাল), ডাঃ মাহফুজা আহমেদ (তারুন্যের প্রতিনিধি, রংপুর কমিউনিটি হসপিটাল), সাখাওয়াত হোসেন রাঙা (সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রংপুর), মোশফেকা রাজ্জাক (সমাজসেবী, রংপুর)।

তরুণরা একটি দেশেরে মূল চালকিাশক্তি। ‘ইয়ুথ ভয়েজ’ অনুষ্ঠানে অংশগ্রহণ করছে দেশের বভিন্নি বশ্বিবদ্যিালয়রে ছাত্র-শিক্ষক, অভভিাবক ও বিভিন্ন স্তরের তারকারা। সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে মুক্ত আলোচনার এই অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিকল্পনায় জিনাত জেরিন আলতাফ এবং প্রযোজনা করেছেন বিকাশ সরকার।

এসএ টেলিভিশনে অনুষ্ঠানটির প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটে। এটি পুনঃপ্রচার করা হয় রবিবার সকাল ৯টায়।

সাতদিন/এমজেড

৯ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›