বিকাল ৩টা, ঈদের ৩য় দিন, এসএটিভি
বিশেষ টেলিফিল্ম: চন্দ্রবিন্দু
রচনা ও পরিচালনা: গৌতম কৈরী
অভিনয়: রিয়াজ, ফারাহ রুমা, সুষমা
প্রখ্যাত তরুন আইনজীবি রাশাদ গোমেজ ফ্ল্যাটে একাই থাকেন। হঠাৎ এক রাতে দু:স্বপ্ন দেখে রাশাদ চিৎকার কওে ওঠে। পরদিন আবারও এবং তার পর আবার একই স্বপ্ন। রাশাদদের পারিবারিক ডাক্তার সায়েক্রিয়েটিক ম্যানসন রাশাদকে হিপনোটাইজ করে ঘুম পাড়িয়ে দিলো। এবার ঘুমন্ত রাশাদের কানের কাছে ধীরে ধীরে প্রশ্ন করে, রাশাদ বলো দু:স্বপ্নটা আসলে কি ? রাশাদ বলতে থাকে, সে দেখে ফোন বাজছে, ফোন ধরতেই ওপাশে স্ত্রী ডেইজি। কিন্ত ডেইজি তো ফোন করতে পারে না, কারন সে এক্সিডেন্টে মারা গেছে। গাড়ির পোঁড়া অংশে যে লাশ ছিলো তাতে ডেইজির হাতে আমার দেয়া আংটি ছিল। আমি নিশ্চিত যে ডেইজি মারা গেছে। কিন্তু ডেইজি বললো, সে মারা যায়নি। ডাক্তার ম্যানসন প্রমাণ করার চেষ্টা করে এটা দু:স্বপ্ন। কিন্তু রাশাদ বলে এটা দু:স্বপ্ন ছিল না।
সাতদিন/এমজেড