বিকাল ৩টা, ঈদের ৪র্থ দিন, এসএটিভি

বিশেষ টেলিফিল্ম

হৃদমাঝারে রাখিবো

রচনা ও পরিচালনা: মাতিয়া বানু শুকু
অভিনয়: শম্পারেজা, শ্যামল মওলা, ডি জে সনিকা


টুম্পার বন্ধুরা টুম্পাকে নিয়ে চিন্তিত। ভার্সিটি শেষ করে রাসেল আর টুম্পার প্রেম যখন পরিনয়ে রুপ নিতে যাচ্ছে তখনই ঘটে দূর্ঘটনা। গায়ে হলুদের আগের দিন আনন্দ ভ্রমন শেষ করে ফেরার পথে রাসেল পানিতে ডুবে লাশ হয়ে ফেরে আর টুম্পা হারায় তার স্বাভাবিকতা। প্রথম মৃত্যু বার্ষিকীতে রাসেলের মায়ের সাথে সব বন্ধুরা সময় কাটায় রাতে পলাশ টুম্পাকে রিকোয়েষ্ট করে ফেইসবুকটা ওপেন করতে। সব বন্ধুরা রাসেলকে নিয়ে লিখেছে। রাসেল এর নামটা এখনও ডিলিট হয়নি। টুম্পার স্মৃতিতে বারবার রাসেল ফিরে আসে। কথা বলে আপন মনে। এর পরই টুম্পা রাসেল এর একটি ম্যাসেজ পায়। পরদিন টুম্পা আবারও রাসেলের ম্যাসেজ পায়। সে ভয় পায়। আবারও ম্যাসেজ। টুম্পা এবার স্বাভাবিক হতে থাকে। টুম্পা বিষয়টি এক বন্ধুর সাথে শেয়ার করে। বন্ধু সন্দেহ প্রকাশ করে আর পলাশের সাথে কথা বলতে বলে।

পলাশ স্বীকার করে যে, সে রাসেলের একাউন্টে বসে টুম্পার সাথে যোগাযোগ করেছে। টুম্পা মন খারাপ করে চলে যেতে থাকে। তখন পলাশ যা বলে তাতে টুম্পা চমকে উঠে।

সাতদিন/এমজেড

২৩ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›