রাত ৮টা ৫০ মি, ঈদের ৬ষ্ঠ দিন, এসএটিভি

একক নাটক: খোলস বন্দি

রচনা : মাসুদ হাসান
পরিচালনা: আহসানুল হাসান
অভিনয়: নিলয়, সানজীদা প্রীতি, সেলিনা আফ্রি


চলমান সময়ের তারুণ্যের প্রতীক ফাহাদ ক্যাম্পাসের সবচেয়ে দুষ্টু ছেলে। শুধু ক্যাম্পাসই নয় আশপাশের কেউ ফাহাদের দুষ্টমি থেকে রোহাই পায়না। পাশের বাড়ির ছাদে প্রতি রাতে একা একা হেঁটে বেড়ায় অজন্তা। তাকে ভূতের ভয় দেখাতে গিয়েই বাঁধে বিপত্তি। জানা যায় মেয়েটা জন্মান্ধ। ফাহাদের চেতনায় নাড়া দেয় মেয়েটার কথামালা। ফাহাদ বুঝতে পারে দৃষ্টি সম্পন্ন মানুষ হয়েও সে কেবল বাস্তবতার উপরের আবরণটুকু দেখতে পায়। অথচ অন্ধ হয়েও অন্তরদৃষ্টি দিয়ে অজন্তা দেখে আকাশের ওপারের আকাশ। ধীরে ধীরে ফাহাদ মেয়েটার প্রেমে পড়ে এবং একপর্যায়ে নিজের দুচোখ অন্ধ করে দেওয়ার মতো আত্মঘাতী সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেনা।

সাতদিন/এমজেড

২২ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›