সন্ধ্যা ৭টা ৪০ মি, ঈদের দিন, মাছরাঙা টিভি
স্টার নাইট-এ মোশাররফ করিম
উপস্থাপনা: নওশীন
প্রযোজনা: অজয় পোদ্দার
বহুল জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে সাজানো হবে এবারের ‘স্টার নাইট’। অনবদ্য অভিনয়শৈলী দিয়ে সব শ্রেণীর দর্শকদের মন জয় করা এ অভিনেতার তারকা হয়ে ওঠার গল্পসহ ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা চিত্র উঠে আসবে এ অনুষ্ঠানে।
সাতদিন/এমজেড