রাত ৯টা, ৯ জুলাই, জিটিভি

অপি’স গ্লোয়িং চেয়ার-এ অতিথি

চলচ্চিত্র তারকা ওমর সানি

উপস্থাপনা: অপি করিম
পরিচলান: শাহরিয়ার শাকিল



অপি করিমের উপস্থাপনায় জিটিভি’র আড্ডার অনুষ্ঠান “অপি’স গ্লোয়িং চেয়ার”-এর এবারের পর্বে অতিথি হিসেবে ধাকছেন অভিনয়শিল্পী ও চলচ্চিত্র তারকা ওমর সানি। বাংলাদেশের চলচ্চিত্র জগতের সফল অভিনেতাদের একজন ওমর সানী। তাঁর অভিনয়ে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র ‘চাঁদের আলো’।

উপস্থাপনায় ফেরা প্রসঙ্গে অপি বলেন-‘অনেকদিন পর আবারও কোনো অনুষ্ঠানের উপস্থাপনা করলাম। মূলত অনুষ্ঠানের বিষয়বস্তুই এই কাজটি করতে আমাকে আগ্রহী করেছে। আশা করি প্রিয় তারকাদের নিয়ে নির্মিত এই আয়োজনটি সব শ্রেণীর দর্শকদের ভালো লাগবে।’

শাহরিয়ার শাকিলের প্রযোজনায় “অপি’স গ্লোয়িং চেয়ার” অনুষ্ঠানটি জিটিভিতে প্রচারিত হচ্ছে সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ৯টায়।

সাতদিন/এমজেড

৯ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›