রাত ১১টা, ৯ জুলাই, মাছরাঙা টিভি
তোমায় গান শোনাবো’র অতিথি
তানজিনা করিম স্বরলিপি
উপস্থাপনা: কৌশিক শংকর দাশ
প্রযোজনা: সাইফুল ইসলাম
মাছারাঙা টেলিভিশনের সরাসরি গানের আসর ‘তোমায় গান শোনাবো’র এবারের পর্বের অতিথি তানজিনা করিম স্বরলিপি। ক্লাসিক্যালকে ভিত্তি করেই তানজিনা করিম স্বরলিপির সঙ্গীত জীবন শুরু। বর্তমানে বাংলাদেশ বেতারের এ গ্রেডের শিল্পী হিসেবে গান করছেন। এছাড়াও বিটিভিতে নজরুল এবং আধুনিক গানের তালিকাভুক্ত শিল্পী।বর্তমানে হোম ইকোনমিক্সে ক্লথিং এ্যান্ড টেক্সটাইল বিষয়ে অনার্স করছেন। পড়ালেখার পাশাপাশি শুদ্ধ সঙ্গীত চর্চাও করে যাচ্ছেন তিনি।
সাইফুল ইসলামের প্রযোজনা এবং কৌশিক শংকর দাশের প্রযোজনায় ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি বৃহষ্পতিবার রাত ১১টায়।
সাতদিন/এমজেড