বিকাল ৪টা ৪৫ মি, ২য় দিন, মাছরাঙা টিভি

শিশু সেলিব্রিটিদের আড্ডা

স্বপ্নডানায়

অতিথি: পূজা, ফাহাদ রহমান, ফারদিন মাহী, মিম নওশীন ও অন্যান্য
উপস্থাপনা: বাঁধন/ অপর্ণা
প্রযোজনা: সাইফুল ইসলাম


টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন মাধ্যমে কাজ করা কয়েকজন শিশু সেলিব্রিটিদের আড্ডা নিয়ে এ অনুষ্ঠান। নিজেদের ভালোলাগা-মন্দ লাগা বিভিন্ন বিষয়ে কথা বলার পাশাপাশি কয়েকটি মজার খেলায় অংশগ্রহণ করবে তারা। অংশগ্রহণকারী শিশু সেলিব্রিটিদের মধ্যে রয়েছে পূজা (বিজ্ঞাপনচিত্র), ফাহাদ রহমান (ক্ষুদে গ্র্যান্ড মাস্টার), ফারদিন মাহী (বিজ্ঞাপন ও চলচ্চিত্র), মিম নওশীন (উপস্থাপক) প্রমুখ।

২০ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›