সন্ধ্যা ৬ টা, ২০ আগস্ট, ইএমকে সেন্টার, ঢাকা

মাইক্যাল জর্ডানের জীবন ভিত্তিক তথ্যচিত্র

মাইক্যাল জর্ডান টু দ্য ম্যাক্স


মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তী বাস্কেটবল খেলোয়াড় মাইক্যাল জর্ডানের জীবন, সংগ্রাম ও তাঁর তারকা হয়ে ওঠার গল্পকে চিত্রায়িত করেছে তথ্যচিত্র ‘মাইক্যাল জর্ডান টু দ্য ম্যাক্স’। ২০ আগস্ট সন্ধ্যা ৬টায় ঢাকার ইএমকে সেন্টারে (বাড়ি-৫, রোড-২৭ পুরোনো, মেইডাস সেন্টার) প্রদর্শিত হবে ডন কেম্প ও জেমস ডি স্টার্ন পরিচালিত চলচ্চিত্রটি। প্রদর্শনীটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ৪৫ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি মুক্তি পায় ২০০০ সালে। এই তথ্যচিত্রটির চিত্রনাট্য লিখেছেন জনাথন হক।

বিশ্ব ক্রিড়াঙ্গনের এক বিস্ময়ের নাম মাইক্যাল জর্ডান। তাঁর খেলায় একই সাথে ফুটে উঠত শক্তি ও শিল্পের অনন্য রূপ। এনবিএ-তে খেলা কোন খেলোয়াড়ই আজ পর্যন্ত তাঁর মত খ্যাতি অর্জন করতে পারেননি। তাঁর দল শিকাগো বুলসকে তিনি এনে দিয়েছেন রেকর্ড ছয়বার এনবিএ টাইটেল। তথ্যচিত্রে ১৯৯৭ সালের এনবিএ-এর খেলার দৃশ্যগুলোকে তুলে ধরা হয়। সেই সাথে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় তাঁর অতীত সংগ্রাম। নর্থ ক্যারোলিনা অঞ্চলে জর্ডানের বেড়ে ওঠার গল্পও এতে স্থান পেয়েছে।

সাতদিন/এমজেড

২০ আগস্ট ২০১৫

মুভি

 >  Last ›