সন্ধ্যা ৭টা, ৯ জুলাই, ফুড রিপাব্লিক, ঢাকা
ঘাসফড়িং কয়ার’এর পরিবেশনা
৯ জুলাই রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার ফুড রিপাবলিকে (আবেদিন টাওয়ার, ৩৫ কামাল আতাতুর্ক এভিন্যু, বনানি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নব্য গঠিত গানের দল ঘাসফড়িং কয়ারের পরিবেশনায় সংগীতায়োজন ‘মিউজিক এট মিডনাইট’। সংগীতশিল্পী আরমিনের নেতৃত্বে দলটি সংগীত পরিবেশন করবে। ৫০০ টাকার টিকেটের বিনিময়ে যে কেউ অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
২০১৫ সালের জানুয়ারিত গানের দলটি প্রতিষ্ঠিত হয়। দলটির সদস্যদের মধ্যে আছেন আশনা, আরিবা, লামিয়া, সাদিয়া, সামিরা, রাশনাফ, উল্লাস এবং আরমিন। দলটি ঐতিহ্যবাহী বাংলা গানের পাশাপাশি নিজেদের মৌলিক গান পরিবেশন করে থাকে। দলটি সাধারণত দলীয়ভাবে কন্ঠসংগীত পরিবেশন করে।
সাতদিন/এমজেড