সকাল ৭টা, ঈদের ২য় দিন, মাছরাঙা টিভি
বিশেষ রাঙা সকাল-এর অতিথি
নাঈম ও শাবনাজ
উপস্থাপনা: অদিতি ও কিবরিয়া
প্রযোজনা: রাকিবুল আলম ও জোবায়ের ইকবাল
আত্মজীবনীমূলক অনুষ্ঠান ‘রাঙা সকাল’। দু’জন বিশেষ অতিথি থাকেন এ অনুষ্ঠানে। কথা বলেন কর্মময় জীবনের ঘাত-প্রতিঘাত-সংগ্রাম ও সাফল্য নিয়ে। ঈদ উপলক্ষে বিশেষ আয়োজনে সাজানো ‘রাঙা সকাল’-এ ২য় দিন অতিথি হিসেবে থাকবেন নাঈম ও শাবনাজ।