রাত ১০টা, ১০ জুলাই, দেশটিভি

যারা বৃষ্টিতে ভিজেছিল

রচনা: ইমদাদুল হক মিলন
পরিচালনা: চয়নিকা চৌধুরী
অভিনয়ে: আনিসুর রহমান মিলন, প্রভা, শামস সুমন


পাতার বিয়ে হয়েছিলো টেলিফোনে। বর থাকে ইতালিতে। ঢাকায় পাতাদের কেউ নেই। এ কারণে ভাই মামুন বোনকে নিয়ে উঠেছে বন্ধু মজনুদের বাসায়। এই বাড়ি থেকেই পাতার ভিসা করাবে। একবার মনজুর পাতাদের বাড়িতে বেড়াতে গিয়েছিলো। তখন থেকে মনজুরের জন্য এক ধরনের ভালো লাগা জন্মেছে পাতার ভেতরে। এবার ঢাকায় এসে সেই ভালো লাগা ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু দুজনেরই কোন উপায় নেই সে কথা বলার। এক সময় পাতা চলে যায় বরের কাছে। প্রেম এই দুজন মানুষের কাছে হঠাৎ বৃষ্টির মতো এসেছিলো। যে বৃষ্টিতে ভিজতে থাকবে তারা। এমন এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’।

ইমদাদুল হক মিলনের রচনা এবং চয়নিকা চৌধুরীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, প্রভা, শামস সুমন, মিঠু প্রমুখ।

সাতদিন/এমজেড

১০ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›