সন্ধ্যা ৭টা ৪০ মি, ১০ জুলাই, মাছরাঙা টিভি
এ সপ্তাহের নাটক: ডানা
রচনা: আশফাক আহমেদ
পরিচালনা: পঙ্কজ ঘোষ
অভিনয়: ফারজানা ছবি, প্রাণ রায়, আল মনসুর
রসুলপুর গ্রামের খেয়া ঘাটের মাঝি রজ্জব আলীকে নিয়ে সফুরার ছোট্ট সুখের সংসার। হিঠাৎ একদিন ইঞ্জিন চালিত নৌকার ধাক্কায় ভেঙ্গে যায় সফুরার সাজানো সুখের সংসার। রজ্জব মারা যায়। একাকী কম বয়সী বিধবা সফুরাকে পেয়ে গ্রামের সবার দরদ যেন উথলে ওঠে, সবাই তার গায়ে পড়ে উপকার করতে চায়। বিনিময়ে সবাই কাছে পেতে চায় সফুরাকে। তাদের এই অন্যায় আবদারে রাজি না হওয়ায় পতিতা বলে একঘরে করে দেয় তাকে। এ সময় ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হয় বাল্যবন্ধু আশুতোষ। কিন্তু গ্রামের লোকজন নানান ফতোয়া দিয়ে সফুরাকে অপদস্ত করার চেষ্টা চালায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ডানা’।
আশফাক আহমেদের রচনায় এটি পরিচালনা করেছেন পঙ্কজ ঘোষ। অভিনয় করেছেন ফারজানা ছবি, প্রাণ রায়, আল মনসুর প্রমুখ।
সাতদিন/এমজেড