রাত ৯টা, ১১ জুলাই, মাছরাঙা টিভি

অদিতি মহসিনের উপস্থাপনায়

আলোর ভূবনে’র অতিথি আতাউর রহমান

গান শোনাবেন সাজিদ আকবর

প্রযোজনা: স্বীকৃতি প্রসাদ বড়ুয়া



মাছরাঙা টেলিভিশনের আড্ডা ও গান নিয়ে আয়োজন ‘আলোর ভূবনে’। অনুষ্ঠানটির প্রতি পর্বে দেশের সাংস্কৃতিক অঙ্গনের একজন বরেণ্য ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়, সেই সাথে আমন্ত্রিত হয়ে আসেন একজন গুণী সংগীতশিল্পী। অনুষ্ঠানটির এবারের পর্বে আমন্ত্রিত হয়ে এসেছে বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান এবং রবীন্দ্রসংগীতের প্রখ্যাত শিল্পী সাজিদ আকবর। আরেক প্রখ্যাত সংগীতশিল্পী অদিতি মহসিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আতাউর রহমান জানাচ্ছেন তাঁর জীবন ও কর্মে সংগীতের প্রভাব এবং তাঁর ভালো লাগা গানের কথা। সেই সব ভালো লাগা গান শোনাচ্ছেন উপস্থিত শিল্পী সাজিদ আকবর।

দীর্ঘ দিন ধরে মঞ্চে কাজ করে যাচ্ছেন প্রবীন অভিনেতা আতাউর রহমান। অভিনয়ের পাশাপাশি নির্দেশনাও দিয়েছেন। এ ছাড়া লেখালেখির সাথেও যুক্ত আছেন। নাগরিক নাট্য সম্প্রদায়ের সাথেই তাঁর অভিনয়ে পথ চলা শুরু হয়েছিল। নাগরিকের হয়ে অভিনেতা হিসেবে তিনি এক হাজারের অধিক সময় মঞ্চে অবতীর্ণ হয়েছেন, অন্য দলের হয়েতো আছেই। বিখ্যাত নাট্যকার জিয়া হয়দারের অনুপ্রেরণাতেই তিনি নাটকের চর্চা শুরু করেন। মঞ্চের এই গুণী শিল্পীকে নিয়মিত দেখা গেছে ছোট পর্দায়ও।

স্বীকৃতি প্রসাদ বড়ুয়ার প্রযোজনায় ‘আলোর ভূবনে’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় সপ্তাহের প্রতি শনিবার রাত ৯টায়।

সাতদিন/এমজেড

১১ জুলাই ২০১৫

আড্ডা ও আলোচনা

 >  Last ›