দুপুর ২টা ৪০ মি, ১০ জুলাই, চ্যানেল আই

সুপার মম বেবী ডায়পার নিবেদিত টেলিফিল্ম

কখনো সময় আসে, জীবন মুচকি হাসে

রচনা ও পরিচালনা: উৎপল সর্বজ্ঞ
অভিনয়: ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, শায়লা, উৎপল


চ্যানেল আইতে প্রচারির হবে লাক্স মাঝ দুপুরের টেলিছবি ‘কখনো সময় আসে, জীবন মুচকি হাসে’। নাটকের মূল চরিত্র বাতেন ভাই প্রায় ২৫ বছর সিনেমায় কাজ করছে। বউ সুলতানা। অভাবের সংসারে ইদানিং আবার কাজ কম। তবে চেষ্টার অন্ত নেই। পাড়ার লোকের হাসাহাসি আর বউয়ের সাথে ঝগড়াই তার বর্তমান সম্ভল।

অভিনয়ে প্রতিভার ঘাটতি না থাকলেও জীবনে কোনো বড় চরিত্রে কাজ পাননি বাতেন ভাই। বলা যায় পেলো নাকো প্রতিভার দামটা...। বাতেন ভাই অবশেষে খুঁজে পেলো পরিচালক আবদুল কাদের ভাইর সন্ধান। তিনি তার ছবির জন্য কেন্দ্রীয় চরিত্রের শিল্পীর সন্ধান করছেন। কিন্তু কোনো শিল্পীকেই তার পছন্দ হয়না। তবে কি এবার বাতেন ভাইর ভাগ্যের পরিবর্তন ঘটবে?।

রচনা ও পরিচালনা উৎপল সর্বজ্ঞ। অভিনয়ে ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, শায়লা, উৎপল প্রমুখ।

সাতদিন/এমজেড

১০ জুলাই ২০১৫

নাটক

 >  Last ›