বিকাল ৩টা, ১০ জুলাই, আলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকা

ফরাসী চলচ্চিত্রের প্রদর্শনী

ভেরি হ্যাপি আলেক্সান্ডার


আলিয়ঁস ফ্রঁসেসের রেনোয়া ফিল্ম সোসাইটির নিয়মিত আয়োজনের অংশ হিসেবে ১০ জুলাই বিকাল ৩টায় ঢাকার ধানমণ্ডিতে অবস্থিত আলিয়ঁস ফ্রঁসেস-এর অডিটরিয়ামে প্রদর্শিত হবে হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘আক্সান্দ্রে লে বিয়েনক্স’। ফরাসী ভাষায় নির্মিত সিনেমাটির ইংরেজি টাইটেল হলো ‘ভেরি হ্যাপি আলেক্সান্ডার’। স্ত্রীর মৃত্যুর পর এক অলস কৃষকের খামখেয়ালি জীবন যাপনকে কেন্দ্র করে চলচ্চিত্রটির কাহিনী আবর্তিত হয়। ইভে রবার্ট পরিচালিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন ফিলিপে নয়রেত, ফ্রঁসোয়া ব্রায়ন, মার্লিন জোবার্ট, পল লে পার্সন এবং আরও অনেকে। ১০০ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি ফ্রান্সে মুক্তি পায় ১৯৬৮ সালে।


চলচ্চিত্রের মূল চরিত্র এক অলস কৃষক। তার স্ত্রী ছিল ঠিক তার বিপরীত। অসম্ভব বাস্তববাদী স্ত্রী সবসময় তার উপর কর্তৃত্ব করতো। আরামপ্রিয় সেই কৃষক কিছুতেই নিজের মত করে অবসর কাটাতে পারতো না। একদিন তার স্ত্রী এবং স্ত্রী’র পিতা-মাতা এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। বিষয়টিকে কৃষক খুব সহজভাবে নেয় এবং ইচ্ছে মতন জীবন যাপন করতে থাকে। সে তার সব গাবদী পশুকে ছেড়ে দেয় এবং অনেকটা নির্বাসিত জীবন যাপন করতে থাকে। সে যে এখনও বেঁচে আছে সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারে একমাত্র তার কুকুরটির বাজারে আনাগোনা দেখে। এভাবে সবার কাছে এক রহস্য হয়ে উঠে এই কৃষক।

সাতদিন/এমজেড

১০ জুলাই ২০১৫

মুভি

 >  Last ›